ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

বৈশাখ এলো

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ৯:০০ পূর্বাহ্ণ

শংকর ঋষি শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি:

বৈশাখ এলো সবুজ সাজে স্বাদের পাঁচন ঘরে,

নব বধূর হাতের রান্না খেলো তৃপ্তি ভরে।

বৈশাখ এলো নব কূলে হাতে মিষ্টি হাঁড়ি,

জীর্ণ শাখায় প্রাণ ফিরেছে হৈ-হুল্লোড়ে বাড়ি।

বৈশাখ এলো কোকিল ডাকে মধুবনে বসে,

গাছে ভরা ফলে ফুলে কুহু কুহু চষে।

বৈশাখ এলো ঝরাজীর্ণ অতিত ভুলে,

নব আলোয় নব হাসি

নবান্নের এ কূলে

বৈশাখ এলো

আপন গৃহে মধুমালা গায়ে,

গ্রীষ্মেরখরা বৃষ্টির ধারা

আলতা রাঙা পায়ে।