ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ দৈনিক রুপকার ও দৈনিক গনমিছিল পত্রিকার সহযোগিতায়, প্রতিবন্ধী উন্নয়ন ও পুর্ণবাসন ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতারী বিতরণ। শুক্রবার (৫ এপ্রিল) বিকালে সাভার নবিনগরে পথ শিশু, প্রতিবন্ধ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান আশরাফুল ইসলাম, নির্বাহী পরিচালক। বিশেষ অতিথি: মোঃ সোহেল সরকার, সভাপতি, কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি: মোঃ জয়নাল আবেদীন (শান্তি) সমাজ সেবক, মোঃ খাইরুল হোসেন বিপ্লব, সাধারন সম্পাদক। মোঃ বাচ্চু মিয়া,সাংগঠনিক সম্পাদক। মোঃ জামাল উদ্দিনের সার্বিক তত্বাবধানে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক খান আশরাফুল ইসলাম বলেন, প্রতি বছরের রমজানে আমরা অসহায়, দৃষ্টি প্রতিবন্ধী, পথ শিশু সহ দারিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতায় আমরা সারা বছর নিজেদেরকে নিয়োজিত থাকি। তিনি আরো বলেন, এগুলো ছাড়াও বিভিন্ন সময়ে আমরা অসহায় প্রতিবন্ধীদের ছেলেমেয়েদের কে লেখাপড়ার সার্বিক সহযোগিতা প্রদান সহ সকলের সুখে দুঃখে সব সময় আমরা প্রতিবন্ধী উন্নয়ন ও পুর্ণবাসন ফাউন্ডেশন এর পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই সহযোগিতার হাত অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ইফতার সামগ্রী পেয়ে অসহায় প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হন এবং তৃপ্তি সহকারে ইফতারি গ্রহণ করেন। এসময় আরো বক্তব্য রাখেন, মোঃ সোহেল সরকার, মোঃ জয়নাল আবেদীন, মোঃ খাইরুল হোসেন বিপ্লব সহ প্রতিবন্ধী উন্নয়ন ও পুর্ণবাসন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ,তারা বলেন আমরা সারা বাংলাদেশে এতিম, অসহয়,দুস্ত ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে করে যাচ্ছি। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, মানবতার ফেরিওয়ালা হিসেবে দায়িত্ব পালন করেছেন মাননীয় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা,,আমরা তার হাতকে আরো গতিশিল করতে আমাদের আরো বেশি বেশি কাজ করতে হবে। শেখ হাসিনার দু- নয়ন সমাজ সেবার উন্নয়ন এই শ্লোগানে ইফতার বিতরন কার্যক্রম শেষ করেন।
আপনার মতামত লিখুন :