এ এস এম সাদেকুল ইসলাম
আমি চলে যাবো মায়ার বাঁধন ছেড়ে,
চলে যাবো একদিন-বলা কওয়া হবে না
অজানা অচেনা সেই সূদুর পথ ধরে।
ব্যাথা যদি দিয়ে থাকি শমা করে দিও,
যদি সামান্য ভালোবাসাও দিয়ে থাকি
হৃদয় মনিকায় তা স্মৃতির মাদুলিতে রাখিও।
পৃথিবীর নিয়মে যেতে হবে আমাকে
চলে যাবো আমি তাই ‘ আর ফে’রা হবে না,
নির্মমতায় নিয়তির একি খেলা
ভালোবেসে পেতে হল শুধু অবহেলা
বহিতে হলো বোঝা দানের প্রতিদানে
দুঃখ আর শুধু বেদনা।
কী জানি কবে হায়!
জীবন বৃক্ষের পাতা ঝরে যাবে
শূন্য ও শূন্যতায় আমি পথের যাত্রী হয়ে যাবো,
তুমি চাহিলেও আর পাবে নাকো ফিরে
আমি একলা অদেখাতেই রবো।
সময়ে- অসময়ে তোমায় করেছি বিরক্ত
মেগেছি প্রেম যাচনার ভালোবাসা
আর চাওয়া হবে না,
মিলন সাধের তৃপ্ত সম্ভোগ
আর সুখের চরনগীতি
তোমায় নিয়ে আর গাওয়া হবে না।
আপনার মতামত লিখুন :