ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়ন এর রাঙ্গামাটি বাজার সংলগ্ন আবাসিক অঞ্চলে।সিসা কারখানার বিষাক্ত বাতাশে অসহায় এলাকাবাসী।অবৈধ কারখানার মালিক হাজী দেলোয়ার এ কারখানা চালাচ্ছে অবাধে।উক্ত সিসা কারখানার বিষাক্ত ধোয়ার প্রভাবে পুড়ে যাচ্ছে খেতের ফসল,মরে যাচ্ছে গাঁছপালা,বিপন্ন হচ্ছে পরিবেশ।এলাকাবাসীরা এ কারখনার বিষাক্ত বাতাশে ক্যানসার সহ নানা রোগে ভুগছেন,শিশুরা শ্বাসকষ্ট,জনিত রোগাক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে মেডিকেলে।কারখানার গেইট বন্ধ থাকে ২৪ ঘন্টা,গোপনসূত্রে জানাজায় সিসা কারখানার ভিতরে অবৈধ ব্যবসা চলমান,,ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই,আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন তদন্ত পর্যবেক্ষণ করলে কেঁচো খুড়তে সাপ বাহির হতে পারে বলে ধারনা এলাকাবাসীর।চিকিৎসকদের অভিমত,কারখানার এ বিষাক্ত ধোয়া বাতাশে ছড়িয়ে পড়া পদার্থ মানব দেহের শ্বাসকষ্ট,হৃদরোগ, ও ক্যানসার এর মত মারাত্মক জীবাণুর ঝুকি বাড়িয়ে দেয়।গবাদিপশুরা এ কারখানার বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়া ঘাস খেয়ে মুহুর্তেই মৃত্যুবরন করছে।ফলকার গাছ,সবজি খেত নারিকেল গাছ বিনষ্ট হতে চলেছে।
অবৈধ কারখানার বিরুদ্ধে এলাকাবাসীর আত্নচিৎকার,তবে প্রতিকার করার কোনো উপায় নাই,,এলাকাবাসীরা জোরালো প্রতিবাদ করেও কোনো ফল হয়নি,প্রশাসন রাজনৈতিক ব্যাক্তি ও জনপ্রতিনিধিরা কারখানা মালিকের অবৈধ টাকার কাছে বিক্রি হয়ে কর্ণপাত করছেনা বিন্দুমাত্র। অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে কঠোর তদন্ত পর্যবেক্ষণ পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করতে,অসাধু ব্যবসায়ী চোর সিন্ডিকেটদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন এলাকাবাসী সহ সুধীসমাজ।
আপনার মতামত লিখুন :