মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ মোরেলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ২২ হাজার ৩৪৪ টি অসহায় দুস্থ পরিবার পেল প্রধামন্ত্রীর উপহার বিশেষ ভিজিএফ’র দশ কেজি চাল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমনত্রী শেখ হাসিনার উপহার দেয়া ২২ হাজার ৩৪৪ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতারণ হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে বরাদ্দকৃত ২২ হাজার ৩৪৪টি পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়।গতো রবিবার মোরেলগঞ্জ পৌরসভা ৪৬২১টি, তেলিগাতী ইউনিয়ন ৭০০,পঞ্চকরন ইউনিয়ন ৯৯৫, পুটিখালি ইউনিয়ন ৮৯০, দৈবজ্ঞহাটি ৯৪০, রামচন্দ্রপুর ৯৬০, চিংড়িখালি ৯১৫, হোগলাপাশা ৭০৫টি, বনগ্রাম ৬৮০, বলইবুনিয়া ৬৪০, হোগলাবুনিয়া ১১৪০, বহরবুনিয়া ১০৮৫, জিউধারা ১৬৬০, নিশানবাড়িয়া ১৮২৩, বারইখালী ১২৪০, মোরেলগঞ্জ সদর ৬৯৫, খাওলিয়া ১৬৫৫ কার্ড করে মোট ২২৩৪৪টি কার্ড হত-দরিদ্র পরিবারকে দেয়ার উদ্দেশ্য পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে তুলে দেয় উপজেলা প্রশাসন। সরেজমিনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার ২নং পঞ্চকরন ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় ঈদুল ফিতর উপলক্ষে প্রধামন্ত্রীর দেয়া এই বিশেষ ভিজিএফ’র চাল নিতে আসা অসংখ্য মানুষের উপচে পড়া ভীড়।ঐ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মজুমদার জানান,আমাদের ইউনিয়নের বরাদ্দকৃত ৯৯৫জন সুবিধাভোগীদের মাঝে দশ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলছে ঈদের আগে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে খুশি ইউনিয়নবাসী।এ সময় তার সাথে ছিলেন ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা ও ইউনিয়নের সদস্যবৃন্দ।এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু সদর ইউনিয়নে নয় এ উপজেলায় ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় ২২হাজার ৩৪৪ টি পরিবারের মাঝে প্রধানমস্ত্রীর উপহার এই বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :