ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
হবিগঞ্জের বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের কামারগাঁও সাকিনস্থ সিটকো সিএনজি পাম্পের বিপরীত পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ফারুক মিয়া এবং লিয়াকত আলী পক্ষের লোকদের মধ্যে মারামারি সংঘটিত হয়। উক্ত মরামারির ঘটনায় আহতরা হলেন কামারগাঁও গ্রামের কামাফারুক মিয়ার পক্ষের উত্তার মিয়া (৪০) পিতা- হাসান আলী, এবং লিয়াকত আলীর পক্ষের ইউসুফ আলী (৩৮) পিতা-চেরাগ আলী গুরুতর আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানে দুই জনেই মৃত্যু বরণ করেন। এছাড়াও উভয় পক্ষের প্রায় ১০/১২ জন গুরুতর জখম প্রাপ্ত হন। উস্তার মিয়া ও ইউসুফ আলীর মৃত্যুর সংবাদ প্রাপ্ত হয়ে এলাকার উত্তেজিত অজ্ঞাত জনতা লিয়াকত আলীর বসত বাড়ীসহ আশপাশের ৫টি বাড়ীতে অগ্নি সংযোগ ঘটনা ঘটায়। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে বাহুবল সহকারী সার্কেল মো:আবুল খায়ের ও বাহুবল থানার অফিসার ইনচার্জ, সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। একই দিন দিবাগত এক ঘটিকার সময় হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও অতিরিক্ত পুলিশ (সুপারক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) সংসদ সদস্য মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী,সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরো উপস্থিত ছিলেন (বাহুবল -নবীগঞ্জ)সহকারী পুলিশ সুপার আবুল খায়ের ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান সহ ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী ও জেলার পুলিশ সুপার এস,এম,মুরাদ আলী এলাকার লোকজন ও ভিকটিমদ্বয়ের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :