ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ মাটির রাস্তা পাকা করার দাবি এলাকাবাসীর নওগাঁ ॥ প্রায় ৮ কিলোমিটার রাস্তা পাকা করণ না করায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুর পুর, ইউনিয়নের ২নংওয়ার্ডের তিলকুড়ি মোড়- বদলপুর থেকে তল্লা আদমপুর – রাস্তার সংযোগ থেকে চালাকপুর মোড়ও সাতঘরা পর্যন্ত রাস্তাটি এখন জন দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। রাস্ত টি চলাচলের একমাত্র গুরুত্বপুর্ণ গ্রামীণ রাস্তা।রাস্তা টি তে এই বর্ষায় একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তাটির কিছু অংশে মাটি ভরাট করে দিলেও বৃষ্টির পানিতে সেগুলো ভিজে গিয়ে এবং ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন চলাচল করার কারণে বর্তমানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ রাস্তা দিয়ে নিয়মিত ভাবে ভ্যান, ভটভটি, ট্রাক্টর, পাওয়ার ট্রলি সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বর্ষায় রাস্তাটির বিভিন্ন স্থানে গর্তে পানি জমে গেলে এসব যানবাহন চলাচল করতে পারে না। রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে। এছাড়াও রাস্তাটি দিয়ে বেলগাঁপুর উচ্চ বিদ্যালয় তল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাতকুন্ডু উচ্চ বিদ্যালয় বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও শিক্ষক যাতয়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাদা পানি থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরা। দীর্ঘ্ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ রাস্তায় এখনো পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমান সরকার উপজেলার বিভিন্ন বড় রাস্তাসহ অনেক ছোটখাট রাস্তা পাকাকরণ করলেও এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণ করছেনা। স্থানীয় প্রশাসন বেশ কয়েকবার মেপে গেলেও অদৃশ্য কারণে রাস্তাটি পাকা হচ্ছেনা। ফলে স্থানীয় প্রশাসনকে অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনো বেহাল দশায় পড়ে আছে। তারা রাস্তাটি দ্রুত পাকা করণ এবং সংশ্লিষ্ট এলাকাবাসীর এটা দীর্ঘদিনের দাবি বলে তারা জানান। বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন জানান, ইউনিয়নের গুরুত্বপুর্ণ রাস্তাটি এবছরই পাকাকরণের কথা ছিল কিন্তু কি কারণে হলোনা তা তিনি সঠিক বলতে পারবেন না বলে জানান। তবে রাস্তাটি দ্রুত যাতে পাকা করণ করা হয়, সে ব্যাপারে তিনি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন বলেও জানান।
আপনার মতামত লিখুন :