ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৮:৪৭ পূর্বাহ্ণ

মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধ: ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান কে কেন্দ্র করে, “ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন”- নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে “সামাজিক অবক্ষয় রোধে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব:) শওকত আলী। সভাপতিত্ব করেন- মোঃ মতিউর রহমান মুক্তি সিনিয়র ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি ও সভাপতি নারায়ণগঞ্জ জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিন, আলোচনায় লন্ডন থেকে মুঠোফোন যুক্ত হন জনাব তানভীর হায়দার খান প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাজী ফারুক হোসেন, জনাব এডভোকেট শাহনাজ জামান শম্পা,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জেলা জজ কোর্ট। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন তপন। আলোচনা সভায় প্রধান অতিথি জনাব শওকত আলী তার বক্তব্যে সবাইকে উদ্দেশ্য করে বলেন- “সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ও তাদের সাহায্য সহযোগিতা করার মধ্য দিয়ে রমজানের মূল শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। কোন মানুষের অধিকার ক্ষুন্ন হতে দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও ব্যবস্থা গ্রহণের দৃঢ় অঙ্গীকার করেন। যুব প্রজন্মকে আরোও সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান। রমজানে সকলকে সংযম করার আহ্বান ও মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ করার অনুরোধ রেখে তার বক্তব্য শেষ করেন।” উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রেখেছেন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া। ব্যবস্থাপনায় ছিলেনঃ জনাব মোঃ আনোয়ার হোসেন ভূইয়া- সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর, জনাব ফরহাদ উল্লাহ- যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর, জনাবঃ মোঃ তাজুল ইসলাম- যুগ্ম সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর। উপস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাফায়েত সারদীন এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ রায়হান হোসেন ভূঁইয়া। জনাব মোঃ তানভীর হাসান- সহঃ যুগ্ম সাংগঠনিক সম্পাদক।