ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

গোবিন্দগঞ্জে ৩ টাকা দিন কেজি স্কুল উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৮:৪৬ পূর্বাহ্ণ

মোঃ জাফর ইকবাল রানাঃ স্টাফ রিপোর্টার: করবে সবাই শিক্ষা লাভ” হবে বেকার মুক্ত যুব সমাজ”এই স্লোগান কে সামনে রেখে গোবিন্দগঞ্জ উপজেলা বাসির সুপরিচিত শিক্ষা অনুরাগী মরহুম আলহাজ্ব আব্দুল জব্বার স্যারে’র রেখে যাওয়া ‘জব্বার শিক্ষা পরিবারে’র অঙ্গ প্রতিষ্ঠান- টি,এ ক্যাডেট একাডেমিক এন্ড রেসিডেন্সিয়াল স্কুল এর শাখা প্রতিষ্ঠান হিসেবে নিম্ন বৃত্ত শ্রেণীর ছেলে-মেয়েদের জন্য তিন টাকা দিন কেজি স্কুল এর ৫১ তম শাখা উদ্বোধন হয়। ৩১ মার্চ (রবিবার) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৬ নং দরখাস্ত ইউনিয়নের কাঁটাখালি বালুয়া, বেপারি পাড়া নামক এক স্থানে নিম্ন বৃত্ত শ্রেণীর ছেলে-মেয়েদের মানসম্মত শিক্ষাদান ও শিক্ষিত যুব সমাজের একটি আয়ের উৎস বা কর্মস্থান গড়ে তোলার লক্ষ্যে এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের বলে জানিয়েছেন ৩ টাকা দিন কেজি স্কুলের প্রতিষ্ঠাতা গোবিন্দগঞ্জের সর্বকনিষ্ঠ সাংবাদিক এম টি আই আহাদ মাহমুদ, তিনি আরো বলেন এই বেপারী পাড়ার প্রায় সব মা বাবা জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় ছুটে বেড়ান এবং অনেকেও স্বাবলম্বী হলেও তাদের বাচ্চাদের মাঝে নেই কোন শিক্ষা। তাই সকলকে শিক্ষা অনুরাগী করতে সকলের মাঝে পৌঁছে দিতে এই স্কুল করা হয়েছে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ৩ টাকা দিন কেজি স্কুলের সভাপতি ও টি,এ ক্যাডেট একাডেমিক এন্ড রেসিডেন্সিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক, জনাব এ এইচ এম আতিকুল ইসলাম আতিকের সভাপতিত্বে ও অত্র তিন টাকা দিন কেজি স্কুল এর প্রতিষ্ঠাতা এম টি আই আহাদ মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র স্কুল উদ্বোধন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মরহুম আলহাজ্ব আব্দুল জব্বার স্যারের কনিষ্ঠপুত্র ও ৬ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আ,র,ম, শরিফুল ইসলাম জর্জ, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড এম এ মতিন মোল্লা সভাপতি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, মোছাঃ এসমে তারা আতিক, পরিচালক তৌহিদ এন্ড তানভীর লাইসিয়াম স্কুল, মোঃ আহসানুল হাবিব মন্ডল, সাধারণ সম্পাদক দুর্নীতি প্রতিরোধ কমিটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, সাংবাদিক মোঃ জাফর ইকবাল রানা বার্তা সম্পাদক দৈনিক সোনালী দর্পণ পত্রিকা, মোঃ আতিকুর রহমান আতিক, পরিচালক, গোবিন্দগঞ্জ সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার, মোঃ শাহারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কাঁটাখালি বালুয়া বাজার, সাংবাদিক কালা মানিক দেব গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক আজকের জনবাণী,মোছাঃ মিনারা বেগম বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রী দরবস্ত ইউনিয়ন, মোছাঃ লাবনী আক্তার স্কাউট প্রশিক্ষক টি,এ ক্যাডেট একাডেমিক এন্ড রেসিডেন্সিয়াল স্কুল, আব্দুর রহিম সরকার, ক্যামেরা পার্সন এম টি আই টেলিভিশন এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সতর্ক মহল ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানের বক্তব্যে ৩ টাকা দিন কেজি স্কুল এর প্রতিষ্ঠাতা ও গোবিন্দগঞ্জের সর্বকনিষ্ঠ সাংবাদিক এম টি আই আহাদ মাহমুদ এর উদ্দেশ্যে প্রধান অতিথি আ,র, ম, শরিফুল ইসলাম জর্জ বলেন এমন ব্যতিক্রম উদ্যোগ এখন পর্যন্ত কেউ নিতে পারেনি তবে স্কুল টি ধরে রেখে সকলের মাঝে শিক্ষাদান পৌঁছে দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে যথাযথ চেষ্টা করব এবং সার্বিক সহযোগিতা করব। এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছেন এম টি আই টেলিভিশন, দৈনিক সোনালী দর্পণ পত্রিকা, আরমান-আবির হজ্ব সার্ভিস গ্রুপ। সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার। স্বেচ্ছাসেবী হিসেবে রয়েছেন, টি,এ ক্যাডেট একাডেমী এন্ড রেসিডেন্সিয়াল স্কুলের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক মোঃ মেহেদী হাসান মারুফ, মোঃ সামিউল ইসলাম ও সুমাইয়া আক্তার তুবা।