ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: আসন্ন উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে তানোরের বিভিন্ন এলাকায় প্রতিদিনের ন্যায় সাধারন ভোটারদের সাথে এ সরকারের উন্নয়ন কাজের চিত্র গুলো তৃনমুলের মানুষেদের সামনে তুলে ধরেন এবং নিজের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যেনো পুনরায় নির্বাচিত হতে পারেন সে উপলক্ষে ইফতার মাহফিলে উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন সার্বিক সহযোগিতা চান তানোর উপজেলার বর্তমান সফল চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। রবিবার অত্র পৌরসভার কালী গঞ্জ হাটে বিকেলে প্রবীন আওয়ামী লীগ নেতা কর্মী দের সাথেও দোয়া সমর্থন সার্বিক সহযোগিতা চেয়ে মতবিনিময় করেন লুৎফর হায়দার রশিদ ময়না। তাছাড়া তিনি তানোর (কাশিম বাজার) পলিটেকনিক স্কুল এ্যান্ড কলেজ চত্বরে ইফতার করেন এবং সেখানে দলীয় নেতা কর্মীদের সাথে মাগরিব নামাজ আদায় করেন। এরপর তিনি তালন্দ উত্তর পাড়ায় অত্র গ্রামের পাড়া মহল্লার ছোট খাটো মোড় হাট-বাজারে গণসংযোগ উপলক্ষে সমর্থন সার্বিক সহযোগিতার দাবী করেন লুৎফর হায়দার রশিদ ময়না। অপরদিকে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলীয় প্রার্থীর নাম গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে ঘোষণা করেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম প্রদীপ সরকার। দপ্তর সম্পাদক মোনসেফ আলী, সহ কাশিম বাজারের আসে পাশে দুটি ওয়ার্ডের দলীয় নেতা কর্মী গন্যমান্য ব্যক্তি বর্গরাও উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। অপরদিকে নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী ৮ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তাছাড়া মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ এপ্রিল, যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। এছাড়া প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। অন্যদিকে প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল। এদিকে নির্বাচন কমিশন জানায়, ১৫২টি উপজেলার ২২টিতে ভোট হবে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে। দ্বিতীয় ধাপের ভোট ২৩ মে, তৃতীয় ২৯ মে, শেষ ধাপের ভোট ৫ জুন অনুষ্ঠিত হবে বলেও জানায় নির্বাচন কমিশন।
আপনার মতামত লিখুন :