ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সাভারে ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ

মোঃ রুবেল হোসেন, সাভার: ঢাকার সাভারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার থানাধীন সকল মার্কেট ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১মার্চ) সকালে সাভার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান পিপিএম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক, উত্তর বিভাগ) মোঃ আব্দুল্লাহিল কাফী, পিপিএম। সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানে পরামর্শ দেয়া হয়। ঈদের ছুটিতে নগদ টাকা, গহনাসহ মুল্যবান সম্পদের নিরাপত্তা দেবে পুলিশ। এমন মুল্যবান সম্পদ থানার ভল্টে রাখা যাবে বলেও ঘোষণা দিয়েছে ঢাকা জেলা পুলিশ। এছাড়া রমজান ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। অনুষ্ঠানে সঞ্চালনায় করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ। এসময় আরো উপস্থিত ছিলেন,সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস, ব্যাংকার ও আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাভারের বৃহত্তর শপিংমল সিটি সেন্টার, নিউ মার্কেট, রাজ্জাক প্লাজা, উৎসব প্লাজা, কোরাইশী মার্কেট, বাজার রোড ব্যবসায়ী সমিতি ও জুয়েলারি সমিতির ব্যবসায়ী নেতারা।