ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

জলঢাকার বালাগ্রামে প্রতিহিংসার জেরে রাতের অন্ধকারে খড়ের গাদিতে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৪:৪৮ পূর্বাহ্ণ

জলঢাকা প্রতিনিধিঃ প্রতিহিংসার জেরে, জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নীলফামারী জেলা আহবায়ক আনোয়ার মিঞার বসতবাড়ির খড়ের গোলায় আগুন জ্বালিয়ে দেয় এলাকার একটি গুপ্ত শত্রু পক্ষ্য।বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ঃ৪৫ এ এ ঘটনা ঘটে।খড়ের গোলায় আগুনের পোড়া গন্ধ ও ধোঁয়া আসায় এলাকাবাসী সজাগ হয় এবং আনোয়ার মিঞার বাসার লোকজন কে ডাকা ডাকি করে সজাগ করে।তাৎখনিক এলাকাবাসী জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিস কে ফোন করে।তখন ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।এতে অনেক খড় আগুনে পুড়ে যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।ঘটনা স্হলে গণমাধ্যম কর্মীদের এলাকা বাসী বলেন,কে বা কাহারা হটাৎ খড়ের গাদায় আগুন জ্বালিয়ে পালিয়ে যায়।আমাদের এলাকাবাসীর একটাই দাবী আমরা এই অগ্নিকান্ডের সঠিক তদন্তের মাধ্যমে ওই শত্রুদের বিচার চাই।