ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ আল আমিন ইসলাম, বিশেষ প্রতিনিধি: জলঢাকা প্রেসক্লাবের আহবায়ক কমিটির কার্যকারী সদস্য সচিব ও দৈনিক যুগের আলো পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাইদুল হাসানের পিতা মৌঃ মোঃ ইছা মাহমুদ আজাদী ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন )। ২৮শে মার্চ বৃহস্পতিবার ( ১৭ই রমজান ) রংপুর সিটি করপোরেশন ৮নং ওয়ার্ড চাঁদকুঠি আঠাঁরোদোন গ্রামের নিজ বাস ভবনে সকাল ৭টা বেজে ১০মিনিটে মৃত্যু বরন করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ( ৭২ ) বছর। তিনি দুই স্ত্রী, ৪ পুত্র, ৬ কন্যা সন্তান, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সম্প্রতি তিনি দীর্ঘদিন যাবৎ ” বোন টিভি ক্যানসার ” রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় আঠাঁরোদোন বায়তুল আহাদ জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মৃত্যের জানাজা সম্পূর্ণ করে আঠাঁরোদোন কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য মৃত্যু মৌঃ মোঃ ইছা মাহমুদ আজাদী গঙ্গাচড়া উপজেলার তৎকালীন নদী মাতৃভূমি ( মর্নেয়া চর ) এলাকার মৃত মৌঃ মোঃ আব্দুল কাদের এর ৪র্থ পুত্র। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তিনি গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা কাগজিপাড়া জামে মসজিদে ঈমাম হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়াও তার প্রতিষ্ঠিত হাতেগড়া প্রতিষ্ঠান সোঁনারচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোঁনারচাঁদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, আঠাঁরোদোন বায়তুল আহাদ জামে মসজিদ এবং বায়তুল আহাদ নুরানি হাফেজিয়া মাদ্রাসা। তাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটির সদস্য বৃন্দ, ও জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :