ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫
মোঃ আল মামুন পঞ্চগড়
গার্লফ্রেন্ড তানিয়া কে বললাম,”
রাতে কল দিও।”
তানিয়ার সাথে নতুন প্রেম হয়েছে।
নতুন প্রেমে রাতে কথা না বললে ভালো লাগে না।
মেয়েটার নাম তানিয়া।
দেখতে অসম্ভব সুন্দরী!
ওর চেহেরায় কেমন একটা আর্কষন আছে!
দেখলেই নেশা ধরে যায়। তানিয়া বলল,
“রাতে কল দিতে পারব না!”
“কী বলো ”
আমার মনটাই খারাপ হয়ে গেল!
“মনখারাপ করো না বাবু! কী করব বলো?
রাতে মা আমার সাথে ঘুমায়।
মায়ের সামনে তোমাকে কল দিবো কী করে বলো?”
“তোমার মা তোমার সাথে ঘুমায়!
তা তোমার বাবা কার সাথে ঘুমায়?”
“বাবা একাই ঘুমায়।
“ঠিক আছে।”
বুঝলাম মেয়েটা অসহায়!
ওর হয়ত রাতে কথা বলার ইচ্ছা আছে কিন্তু পারছে না।
সকালে কলেজের রাস্তায় দাড়িয়ে আছি।
এই কলেজের পাশেই তানিয়াদের বাড়ি।
বাড়ির পাশেই একটা বড় পুকুর।
এই পুকুরে তানিয়া গোসল টোসল করে।
সকালে তানিয়ার মা পুকুরে আসবেই।
তানিয়ার মা একা একা আসছে।
আমি ওনার সামনে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম,
“কেমন আছেন আন্টি?”
“তুমি কেমন আছ রায়হান?”
“ভালো আছ আন্টি।”
“তোমার মায়ের কী খবর?”
“আছে ভালোই।
আন্টি আপানাকে একটা কথা বলতাম।
” “বলো বাবা।”
“না মানে আন্টি।
আমাদের গ্রামের বৃষ্টির সম্পর্কে তো জানেন?
ওর নামে মানুষ নানা কথা বলে।
চরিত্র নাকি সুবিধার না!”
“তা তো জানি।
মেয়েটা আসলেই ভালা না!
হঠৎ ওর কথা বলছ কেন বাবা?”
আমি অবাক হয়ে বললাম,
” বৃষ্টির সাথে সম্পর্ক রাইখেন না আন্টি।”
“ওর সাথে সন্পর্ক রাখতে যাব কেন!”
“কাল রাতে বৃষ্টিকে দেখলাম আপনাদের বাড়ি থেকে বের হলো তাই বললাম।”
“কী বললা!”
ওনার চেহেরা কেমন কালো হয়ে গেল!
আমি বললাম, “এখন তাহলে যাই আন্টি।”
উনি আমার কথার কোনো জবাব দিলেন না।
আমি ধীরে ধীরে চলে আসলাম।
রাতে তানিয়া কল দিলাম।
প্রথম রিং হতেই কল ধরল।
আমি বললাম, ”
কী ব্যাপার আজ তোমার মা নাই?”
না, মা আজ বাবার সাথে ঘুৃমাচ্ছে।
আমি একবার গিয়ে জিজ্ঞেস করলাম,
“মা ঘুমাবা না?
” মা বলল,”
না তুই একাই ঘুমা।
পরের সম্পদ রক্ষা করতে গিয়ে নিজের জিনিস হারতে পারব না!”
“দারুন খুশির খবর!”
“মা কেন এসব বলল কিছুই বুঝলাম না!”
সারা রাত ধরে গার্লফ্রেন্ডের সাথে কথা বললাম।
মোঃ রনজু ইসলাম (রনজু) ঠাকুরগাঁও আরাজি দেবীপুর ইউনিয়ন বৈরাগী বাজার
সহযোগিতায় তানিয়া আক্তার বৃষ্টি আটোয়ারী পঞ্চগড়।
আপনার মতামত লিখুন :