ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
১কেজি গাঁজাসহ পানছড়িতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ির মোহাম্মদপুর থেকে ১কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার(০১অক্টোবর) বিকাল ২টা ৪৫মিনিটে খাগড়াছড়ি পুলিশ সুপার(এসপি) মুক্তা ধর এর নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই(নিঃ) মোহাম্মদ ইউছুফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সদর ইউনিয়নের মদন কারবারী পাড়ার সেগুন বাগান এলাকা থেকে মোঃ আব্দুস সাত্তার(৫৮)কে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে পানছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: হারুনুর রশিদ জানান, আসামী আবদুর সাত্তার একজন পেশাগত মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে রুজুকৃত আরো ৪টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :