ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
কলাপাড়ায় নিউজপোর্টাল আপন নিউজ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে কলাপাড়া উপজেলার অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি ডট কম এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০১৮ সালের ১ অক্টোবর এ নিউজপোর্টালটির আত্মপ্রকাশ ঘটে। ৬ বছর পদার্পন উপলক্ষে একটি শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং কেক কাটার মধ্যে দিয়ে আপন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
রোববার (১ অক্টোবর) সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শেষে কলাপাড়া প্রেসক্লাব ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। আপন নিউজ বিডি ডট কম’র প্রকাশক ও সম্পাদক এস এম আলমগীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান, কলাপাড়া প্রেসেক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য মোঃ এনামুল হক, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচআর মুক্তা, সাবেক সভাপতি এসকে রঞ্জন, কলাপাড়ার উপজেলা একমাত্র নারী সংবাদকর্মী মোসাঃ ছালমা কবির, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও আপন নিউজের বার্তা সম্পাদক মোঃ নুরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শুভ্রা চক্রবর্তী কল্যাণী, পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রেহান উদ্দিন (রেহান), কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হক, সহ সভাপতি ওমর ফারুক, সদস্য কবির তালুকদার, উত্তম কুমার হাওলাদার, তুষার হালদার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটের সদস্য রাসেল কবির মুরাদ, সদস্য মোঃ ফোরকান শিকদার, নাট্যকর্মী আতিকুর রহমান মিরাজ, পৌর কৃষক লীগের সভাপতি দোলন ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নার্গিস নাহার, উপজেলা শ্রমিকলীগ মহিলা বিষয় সম্পাদক মরিয়ম বেগম পাখি, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সংবাদকর্মী সৈয়দ মোঃ রাসেল, মাইনুদ্দিন আল আতিক, মুফতি রাশেদ আরাফাত মোঃ নাজমুস সাকিব, মানবতার বিবেক সংগঠনের সভাপতি হাফিজুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক মোঃ অলি উল্লাহ মৃধাসহ সংগঠন সদস্যরা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃদ, আপন নিউজ বিডি ডট কমের সংবাদকর্মী ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান সহ উপস্থিত অতিথিরা কেক কাটেন। দোয়া ও মোনাজাত এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বরিশালের আজকাল পত্রিকার স্টাফ রিপোর্টার সংবাদকর্মী রাসেল মোল্লা।
###
কলাপাড়া প্রতিনিধি
০১/১০/২০২৩
আপনার মতামত লিখুন :