ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
ডোমার উপজেলার একটি স্কুলে ভবন ফেটে ছাদ ফুটো হয়ে গেছে
নীলফামারী জেলা ডোমার উপজেলায় অবস্থিত স্কুলটি স্কুলটির নাম : দক্ষিণ গোমনাতি সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটির প্রধান শিক্ষক বলেন। আমাদের এই স্কুলটি খুব বিপদজনক হয়ে আছে। ভবন ফেটে ছাদ ফুটো হয়ে গেছে বৃষ্টির দিন আসলে আমরা দুর্ভোগে পড়ে যায়, একটি ক্লাসরুমে সবাইকে থাকতে হয়। বৃষ্টির দিন আসলে রুমে থাকা যায় না বৃষ্টির জন্য ছাত্র-ছাত্রীরা খুব ভয় পায়। বাড়তি একটি রুম যদি না থাকতো তাহলে আমাদের কি যে অবস্থা হতো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই আমাদের এই স্কুলটিতে খুব দ্রুত যেন একটি ভবনের ব্যবস্থা করে দেন। তাহলে আমরা স্কুলটি কে আরো উন্নয়ন পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং শিক্ষার মান বৃদ্ধি করতে পারব। আমি আবারও আবেদন করতেছি আমাদের এই স্কুলটিতে ভবন খুবই প্রয়োজন একটি ক্লাসরুম যদি ভালো না থাকতো তাহলে আমাদের সবাইকে ভিজতে হতো বৃষ্টিতে। তাই আমি আবেদন করতেছি আমাদের স্কুলের দায়িত্ব থাকা মহোদয়ের কাছে খুব দ্রুত যেন আমাদের এই স্কুলটির দিকে একটু দেখেন। আর আমাদের স্কুলে বাউন্ডারি দেয়াল ও খুবই প্রয়োজন পাশে রাস্তা ছাত্রছাত্রীরা খেলা করে কখন জানি কোন দুর্ঘটনা হয়।এজন্য স্কুলটি তো খুব দ্রুত বাউন্ডারি দেয়াও প্রয়োজন। আর স্কুলটিতে কিছু গাছ বিপদজনক হয়ে আছে বাতাস উঠলে ডালপালা পরে স্কুলের উপরে পড়বে এবং কখন যে কার উপরে পড়ে। এজন্য গাছগুলা কাটার আহব্বান করতেছে খুব দ্রুত যেন গাছগুলো কেটে ফেলা হয়।
আপনার মতামত লিখুন :