ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫
মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: আসন্ন ঈদে শহরকে যানজট মুক্ত করতে এবং ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের দুু’পাশে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৩ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ শহরের থানা মোড়ে এ অভিযান শুরু করা হয়। এ সময় মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অর্ধশত অবৈধ দোকান-পাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, হাইওয়ে পুলিশ রংপুর রেন্ঞ্চের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া। ডিআইজি জাকারিয়া ইসলাম উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেজন্য রমজান মাস জুুড়ে এই অভিযান অব্যহত থাকবে। এছাড়াও অবৈধ বালু বহনকারী ড্রামট্রাক নিয়ম বহিরভূত চলাচলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় থেকে হাইস্কুল মোড় এবং দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম চার মাথা মোড় পর্যন্ত বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের রংপুুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকারিয়া, পুলিশ সুুপার গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল অলম শাহ,পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার, ট্র্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুঞ্জর, থানা সেকেন্ড অফিসার প্রলয় বর্মাসহ হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :