ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদীতে চলছে অবৈধ বালু ও মাটি বিক্রির মহোৎসব,তা বন্ধের দাবী এলাকাবাসীর। সরেজমিনে গেলে দেখা যায়,মনোহরদী উপজেলার একদুরিয়া,লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে ব্রক্ষ্মপুত্র ও আঁড়িয়াল খাঁ নদী।কিছু অসাধু ব্যবসায়ী বেশ কয়েক বছর ধরে নদীগুলো থেকে ড্রেজার মেশিন স্থাপন করে বা এক্সক্যাভেটর দিয়ে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন ও বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। এতে করে নদীর তীরবর্তী এলাকাগুলো যেমনি ঝুঁকিতে রয়েছে,তেমনিভাবে পরিবেশের ভারসাম্য ও কৃষি জমি নষ্ট হচ্ছে।এলাকাবাসী ও এসব এলাকার ভুক্তভোগী কৃষকরা দৈনিক প্রতিদিনের খবরের ও কলম যোদ্ধা স্টাফ রিপোর্টার কে জানান, এ সমস্ত অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের কারণে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে,ক্ষতি হচ্ছে ফসলি জমির।এতে করে আমরা অর্থনৈতিক ভাবে ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছি। উপজেলা প্রশাসনের কড়া নজরদারি থাকার পরও কীসের জোরে তারা অবৈধ বালু বা মাটির ব্যবসা করে আসছে,জনমনে তা প্রশ্নের দেখা দিয়েছে।এমতাবস্থায় আমরা প্রতিদিনের খবরের ও দৈনিক কলম যোদ্ধা মাধ্যমে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে জেলা প্রশাসক নরসিংদী ও উপজেলা প্রশাসন মনোহরদী এর কঠোর হস্তক্ষেপ কামনা করছি।
আপনার মতামত লিখুন :