ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মহম্মদের মৃত্যুতে সাতক্ষীরায় স্মরণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ২:৫৪ অপরাহ্ণ

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার সাদি মহম্মদের মৃত্যুতে সাতক্ষীরায় শ্রদ্ধায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাংস্কৃতিক সংগঠন ব্যাঘ্রতটের আয়োজনে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার সাদি মহম্মদের স্মরণে তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ পরিকল্পনায় ‘শ্রদ্ধা স্মরণ’ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার সভাপতি আবু আফ্ফান রোজবাবু। সুচনা বক্তব্য রাখেন ব্যাঘ্রতটের সভাপতি নাসরীন খান লিপি। স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন। এসময় বাদ্যযন্ত্র ছাড়া একক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রোজবাবু, নাসরীন খান লিপি, শহিদুল, মনজুরুল হক, আসিফ, অনিষা ও প্রতিমা। অনুষ্ঠানে দু’টি দলীয় রবীন্দ্রসংগীত পরিবেশন করা হয়। সমাপনী বক্তব্য রাখেন সাবেক সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রথম আলো বন্ধু সাতক্ষীরা’র সভাপতি কর্ণ বিশ্বাস কেডি।