খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক নিবেদনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক নিবেদন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। সারাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবে উদযাপিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দিবসটি উদযাপনে দেশের সকল সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে । বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে ময়মনসিংহের সার্কিট হাউজে বঙ্গবন্ধুর সমাধীসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোরাদ চৌধুরী, উপ-পরিচালক, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ময়মনসিংহ, আরো উপস্থিত ছিলেন, অমিনেস রয়, মোঃ মোশাররফ হোসেন, নাজমা সহ প্রমুক ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :