মোঃ সাহাবুল আলম ,স্টাফ রিপোর্টার : নাটোরের বড়াইগ্রামে খাকসা এলাকায় শয়ন কক্ষ থেকে লিটন হোসেন(৩৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছেন। প্রাথমিক ভাবে স্বাভাবিক মৃত্যু ধারনা করা হলেও ময়না তদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারন জানা যাবে বলছেন , পুলিশ। উদ্ধারকৃত লিটন বড়াইগ্রাম উপজেলার খাকসা গ্রামের রুস্তম আলীর ছেলে। প্রতিবেশি শরিফ আহমেদ জানান, গত ৩/৪ দিন পূর্বে লিটন রাতের খাবার খেয়ে নিজ শয়ন ঘরে চলে যায়। তারপর থেকে লিটনের আর কোন খোঁজ খবর পাওয়া যায়না। দুপুরে ঘরের পার্শে টিউবয়েলে পানি নিতে এসে স্থানিয় এক কৃষক দূর্গন্ধ পেয়ে লিটনের স্বজনদের জানায়। পরে তারা পুলিশে খবর দেয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে টিনের ঘরের দরজা ভেঙ্গে লিটনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিক ভাবে স্বাভাবিক মৃত্যু ধারনা করছেন পুলিশ।
আপনার মতামত লিখুন :