ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

পাবনায় নিখোঁজের তিনদিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ

স এম আলমগীর চাঁদ ( বিশেষ প্রতিনিধি ) পাবনায় নিখোঁজের তিনদিন পর এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত যুবকের নাম আজাদ (২১) । সে সদর উপজেলার দাপুনিযা ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে । নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, তিন দিন আগে গত সোমবার দুপুরে আজাদ প্রতিদিনের মত তার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় ।ঐ দিন রাতের বেলা পার্শ্ববর্তী গ্রামের বন্ধুর নিকট থেকে তার জ্যাকেট চেয়ে নিয়ে আবার মোটরসাইকেল যোগে ঐ স্হান ত্যাগ করে। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজির পর কোন হদিস না পাওয়ায় পরদিন তার বাবা পাবনা সদর থানায় একটি মিসিং ডাইরী করেন । বুধবার ( ১৩ মার্চ ) উপজেলার দাপুনিযা ইউনিয়নের মোশাররফ চেয়ারম্যানের মৎস্য প্রজেক্টের পেছন থেকে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে । এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা মাসুদ হোসেন জানান, মিসিং ডাইরীর পর থেকেই পুলিশ তাকে উদ্ধারে নামে । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে ।সঠিক b তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান ।