ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫
মোঃ আল-আমিন ইসলাম,বার্তা সম্পাদক: হাঁটি হাঁটি পাঁ পাঁ করে দীর্ঘ ১৫ বছর পেড়িয়ে ১৬ বছরে পদার্পন করায় ব্যাপক আনন্দ উৎসাহ্ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে দেশের প্রথম সারির বাংলা পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বর্ষপ্রর্তী ও নতুন বর্ষবরন উপলক্ষে জেলা প্রতিনিধি আব্দুল বারী’র সার্বিক আয়োজনে নীলফামারীতে বনাঢ়্য আনন্দ র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে নীলফামারী জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভায় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুুরুল আলম সিয়ামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মিজানুর রহমান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর আলম। উক্ত বর্ষপ্রর্তী অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ঠিকাদার আলহাজ্ব মিজানুর রহমান বলেন, বাংলাদেশের প্রথম শ্রেনীর অন্তর্ভুক্ত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ বর্ষপ্রর্তী অনুষ্ঠানে আমার মত নগন্য একজন ব্যক্তিকে প্রধান অতিথি করায় জেলা প্রতিনিধি ও আমার স্নেহাশিস ছোট ভাই সাংবাদিক আব্দুল বারীসহ জেলার নিয়জিত সকল গণমাধ্যমকর্মী ভাইদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন ও শুভেচ্ছা। দেশের স্বনামধন্য একটি পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন। স্বল্প সময়ে সারা দেশের বিভাগ, জেলা, উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলে জাতীয় দৈনিক এ পত্রিকাটি সাধারণ মানুষের মুখপাত্র হিসাবে পরিচিতি পেয়েছে। এ জন্য আমি পত্রিকাটির সম্মানিত প্রকাশক, সম্পাদক, পত্রিকায় নিয়জিত বিভিন্ন পদায়নের কর্মকর্তা / কর্মচারী, পাঠক, শুভানুধ্যায়ী, এজেন্ট ও বিজ্ঞাপন দাতাদের জানাচ্ছি আমার পক্ষ থেকে রইলো বর্ষপ্রর্তীর শুভেচ্ছা। আমি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের যুগোপযোগী ও উত্তর উত্তর সফলতা কামনা করছি।
আপনার মতামত লিখুন :