ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামে মানুষখেকো ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেলো ৩০ বছর বয়সী তরুনের।
নগরীর হালিশহর এলাকায় গত ২৫শে ফেব্রুয়ারী সকাল আনুমানিক ০৬:১৫ মিনিটে এইচএস রোডের চৌধুরী প্লাজার সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ব্যাটারি চালিত অবৈধ অটোরিক্সা জিয়াউল করিম স্বপন নামে এক তরুণকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কা দেয়ার সাথেসাথে স্বপন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়।
চালক অটোরিকশা না থামিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়, আশপাশের লোকজন ছুটে এসে স্বপনকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে আশংকাজনক অবস্থায় দ্রুত চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
উল্লেখ্য, শবে-বরাত উপলক্ষে গরুর মাংস কেনার জন্য ভোর ০৬ টায় শাপলা আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে ফইল্লাতলী বাজারে গরুর মাংস কিনতে যাচ্ছিলো ৩০ বছর বয়সী তরুণ জিয়াউল করিম স্বপন।
গত ২৫শে ফেব্রুয়ারী থেকে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের আইসিইউ’তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরবর্তীতে স্বপনকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে রাখে, লাইফ সাপোর্টে থেকে গতকাল ৮ই মার্চ দুপুর ১২:৪৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে পরিবারের একমাত্র অবলম্বন জিয়াউল করিম স্বপন।
পিতা রেজাউল করিমকে হারিয়ে গত তিনবছর হলো সংসারের হাল ধরেছিলো জিয়াউল করিম স্বপন, একমাত্র বোনকে বিয়ে দিয়ে মা ও স্ত্রী আকলিমা বেগমকে নিয়ে ছিলো তার সুখের সংসার।
স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন এবং বারবার বিচার চাই, বিচার চাই বলে চিৎকার করে অজ্ঞান হয়ে পরেন নিহত স্বপনের স্ত্রী আকলিমা বেগম।
একমাত্র ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেনা মা পারুল বেগম। তিনি বলেন ছেলেটাই আমার একমাত্র অবলম্বন, স্বামীর মৃত্যুর পর ছেলেটাই আমার সংসারের হাল ধরেছে, পরিবারটি স্বপনের উপর নির্ভরশীল ছিলো বলে বুক চাপটে চাপটে আহাজারি করতে থাকেন মা পারুল বেগম। তিনি বলেন বেপরোয়া অটোরিকশার ধাক্কায় কেনো আমার ছেলেটাকে অকালে প্রাণ দিতে হলো।
ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে খুনি অটোরিকশা চালককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান জিয়াউল করিম স্বপনের মা পারুল বেগম।
জানা গেছে ঘাতক অটোরিকশা চালক এখনো ধরাছোঁয়ার বাইরে, তাঁকে সনাক্ত করতে পারেনি হালিশহর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আসামীকে গ্রেফতারের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য না পেয়ে হতাশ নিহত স্বপনের পরিবার।
আপনার মতামত লিখুন :