ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ

মোঃ মিজানুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতার, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম প্রমুখ।