ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে যাথাযথ মর্যাদায় জাতীয় ঐতিহাসিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে নয়টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও রেলস্টেশন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বঙ্গবন্ধু পরিবার এবং শহিদ মুক্তিযোদ্ধদের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস,উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রমাণিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাছির উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তার মোয়াজ্জেম হোসেন,আনসার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপী,সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ,পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আলিম,মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ, উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসারসহ অনেক।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে প্রতিযোগিতা, স্কুল পর্যায়ের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের উপর কুইজ প্রতিযোগিতা এবং কলেজ পর্যায়ে আমার দেখা নয়া চীন বইয়ের উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :