ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ে আবারো উদ্ধার হলো কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ণ

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে  আনুমানিক সাত কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় দেবীগঞ্জ পামুলী ইউনিয়নের বানুর হাট বাজার এলাকা এ মূর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকরা- দেবীগঞ্জ উপজেলার বন্দীরাম গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে শাহীন শাহ (৪০), তেঁতুলিয়া উপজেলার কৃষ্ণ কান্তজোত এলাকার মৃত আমানত আলীর ছেলে হাবিবুর রহমান (৪৮) ও তেঁতুলিয়া গ্রামের একরামুল হকের ছেলে শহিদুল (৫৫)।

পুলিশ জানায়, কষ্টি পাথরের মূর্তি কেনাবেচা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে বানুর হাট বাজার এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তিসহ ওই তিনজনকে আটক করা হয়।