ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

দোয়ারায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ণ

দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজারে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এ, এস আই সুমন মিয়া বশির উদ্দিনকে তার বাড়িথেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত পলাতক আসামী হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম চৌধুরী পাড়া গ্রামের লায়েছ মিয়ার পুত্র এবং ৫ নং ইউপি সদস্য আলআমিন মেম্বারের আপন বড় ভাই মো.বশির উদ্দিন (৪৫)। ২০২২ সালে চোরাইপথে পাথর ও গরু নামাতে গিয়ে বিজিবির সাথে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি বাদি হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন। ঐ মামলার দীর্ঘদিন পলাতক থাকা আসামী বশির মিয়াকে দোয়ারাবাজার থানার পুলিশ গ্রেফতার করে। এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান বলেন, বশির উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিল৷ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার পর তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।