ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ আল-আমিন, ইসলাম বার্তা সম্পাদক: দেশের উন্নয়নের স্বার্থে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশ থেকে মাদক বন্ধ করার জোর আহ্বান জানিয়ে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির আনীত প্রস্তাবের ভাষনে সাধারণ আলোচনায় উপোরুক্ত সমুহ মাননীয় ডেপুটি স্পীকারের নিকট তুলে ধরেন জাতীয় সংসদের ৩০৩, সংরক্ষিত আসন -০৩ ( নীলফামারী ) এর নবনির্বাচিত সংসদ সদস্য জনাবা আশিকা সুলতানা এমপি। গতকাল ৪ঠা মার্চ সোমবার নির্ধারিত ৫ মিনিটের প্রথম বক্তব্য শুরু করলে মাননীয় ডেপুটি স্পীকার ৮ মিনিট পযন্ত সময় বর্ধিত করেন এমপি আশিকা সুলতানাকে। উক্ত সংসদ অধিবেশনে তিনি তার বক্তব্যে তুলে ধরেন, বিগত ১৫ বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা মহামান্য রাষ্ট্রপতি তার ১৪৩ পৃষ্ঠার বক্তব্যে নিখুঁত ভাবে তুলে ধরেছেন। এ সময় মহামান্য রাষ্ট্রপতি আশিকা সুলতানার এমন নিখুঁত বক্তব্যে জন্য এমপি আশিকা সুলতানাকে নীলফামারী জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ প্রদান করেন। নারী নেতৃত্বে বলিষ্ঠ কন্ঠস্বরের আশিকা সুলতানা তার বক্তব্যে বলেন, আজকের শিশু কিশোর আগামী দিনের ভবিষ্যত,আজ দেশ জুড়ে মাদকের আগ্রাসন ভয়াবহ রুপ নিয়েছে, মাদকের ছোবলে আসক্ত হয়ে পড়েছে দেশের যুবসমাজ,বিশেষ করে ২২ থেকে ২৫ বছর বয়সের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুবসমাজ মাদকে বেশী আসক্ত হচ্ছে। যদি যুবসমাজ মাদকে আসক্ত হয়ে পড়ে তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা কাকে দিয়ে করব? দেশে কিভাবে মাদক ঢুকছে, কে এর মূল হোতা তা চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তি প্রদানের অনুরোধ করেন তিনি। আশিকা সুলতানা তার বক্তব্যে উল্লেখ করেন যে বিগত সরকারের সময় তার সংসদীয় এলাকার আওয়ামী লীগের এম,পি না থাকায় আওয়ামী সরকারের উন্নয়ন তার এলাকায় পৌঁছে নাই। এজন্য তিনি মাননীয় স্পীকার মহোদয়ের মাধ্যমে মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে কিশোরগঞ্জ থেকে মাগুরা ও কিশোরগঞ্জ থেকে তারাগঞ্জ পযন্ত রাস্তা দুটি প্রসস্থকরন ও অন্যান্য রাস্তাগুলো সংস্কারের দাবী তুলে ধরেন, এছাড়া ও তিনি কিশোরগঞ্জ উপজেলা শহরটিকে পৌরসভা ঘোষণার দাবীও জানান। তিনি এই উন্নত এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য কিশোরগঞ্জে একটি শিল্পনগরী স্থাপনে জোর দাবী জানান,তিনি কিশোরগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নিত করে এম্বুলেন্স প্রদান সহ আধুনিক চিকিৎসা সুবিধা প্রদানের অনুরোধ জানান, তিনি বলেন কিশোরগঞ্জে সীমিত আকারে চা চাষ করে কৃষকরা সফলতা পাচ্ছে, চা চাষীদের উৎসাহিত করতে কিশোরগঞ্জে চা বোর্ডের একটি অফিস স্থাপন করে চা প্রক্রিয়া করনের সুযোগ সৃষ্টির জোড়ালো দাবী জানান। আশিকা সুলতানা বলেন, তার বাবা মরহুম আজাহারুল ইসলাম বিগত সময় ১৯৭০ ও ১৯৯১ সালে এম,পি ছিলেন, সারাজীবন মানুষের কল্যানে কাজ করে গেছেন, তিনি তার বাবার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করে এলাকার মানুষের উন্নয়ন করতে চান, বলে জানিয়েছেন মোছাঃ আশিকা সুলতানা দিশারী,তাতে করে খুশি হয়ে শুভেচ্ছা জানিয়েছেন জনাব,রুহাত ফারুক সভাপতি বাংলাদেশ কৃষকলীগ জলঢাকা উপজেলা শাখা, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :