ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

রংপুরে ৩৯ তম ঈছালে সাওয়াব  মাহফিল আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মুর্শিদাবাদী আনছারিয়া দরবার শরীফের গদ্দীনশিন আওলাদে রসুল হযরতুল আল্লামা শাহ্ সুফি সৈয়দ খন্দকার সিরাজুস ছালেকীন ( মাঃ আঃ ) পীর সাহেব হুজুরের আহব্বানে ৩৯ তম ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে রংপুরে। আগামী বুধবার (৬ মার্চ) রংপুর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের আনছারিয়া দরবার শরীফ উওম বাওয়াইপাড়া বাদ আছর অনুষ্ঠিত  হবে মাহফিল। উক্ত মাহফিলে ওয়াজ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ডঃ আল্লামা মুফতি মুহাম্মদ কাফীলুদ্দিন সরকার সালেহী সহ অনেকে। মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু এমপি। উক্ত ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিলে যোগ দিয়ে সফল করার আহ্বান  মাহফিলের এন্তেজামিয়া কমিটির।      সৌজন্যে : মোঃ জাফর হোসেন