ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ফরিদগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ

কে.এম. হাছান: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। রোববার (৩ মার্চ) বিকেলে ফরিদগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক বিস্কুট ও কেকের মেয়াদ-এর তারিখ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি খাবার সংরক্ষণ করার দায়ে ফরিদগঞ্জ বাজারের তুলাতলী এলাকায় সেন্টার পয়েন্ট কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় আনন্দ পোল্ট্রি নামক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেন রুবেল-এর নেতৃত্বে ফরিদগঞ্জ থানা পুলিশের সহকারি উপপুলিশ পরিদর্শক (এএসআই) কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।