ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সারা দেশের ন্যায়, সুনামগঞ্জে ৬ষ্টতম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন , অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন , সহকারী জেলা শিক্ষা অফিসার মাহবুব জামান,জেলা আনসার ভিডিপি’র সার্কেল অ্যাডজুটেন্ট মো. রকিবুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি হারুনর রশীদ প্রমুখ। বক্তারা বলেন, ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। দেশের মানুষকে ভোটার হিসেবে সামাজিক, রাজনৈতিক দায়িত্ব পালনে সচেতন করার জন্যই হচ্ছে জাতীয় ভোটার দিবস। দিনদিন ভোটার হওয়া খুবই সহজ হচ্ছে। অনলাইনে ভোটার হচ্ছে, দ্রæত রেসপন্স পাচ্ছে। আগের মতো সমস্যা এখন আর নেই। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ## কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি ০২.০৩.২০২৪