ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সঠিক তথ্যে ভোটার হবো “স্মাট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। শনিবার (২মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহেরু নিগার তনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রব্বানী চৌধুরী, জেলাপরিষদ সদস্য আব্দুল খালেক, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল হোসেন, নির্বাচন কর্মকর্তা মো. মোসারফ হোসেন, দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, জাতীয় পাটি নেতা নুর হোসেন মো. আব্দুল্লাহ, মাওলানা জিয়া উদ্দিন, সাংবাদিক বজলুর রহমান, মো. আশিক মিয়া, আলাউদ্দিন, হারুন অর রশিদ সহ বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তা, শিক্ষক নেতৃবৃন্দগণ।
আপনার মতামত লিখুন :