ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ভেড়ামারায় স্কলার ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৫:১৮ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারার পৌর শহরের নওদাপাড়াস্থ ঐতিহ্যবাহী স্কলার ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ শনিবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। স্কুলের পরিচালক মোঃ এনামুল হকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ উম্মে রুমার সঞ্চালনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা আদর্শ কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আসাদুজ্জামান আসাদ, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক, জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা লেবু। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সুদিপ্তি ঘোষ, নিলুফার ইয়াসমিন ইতি-সহ শিক্ষক মন্ডলী অভিভাবক মন্ডলী ও মনে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।