ঢাকা বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫

ঢাকা বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫

নৃত্য-গীত ও আবৃত্তিতে ভাষা শহীদদের স্মরণ বগুড়ায় শেষ হলো ১০ দিনের বই মেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ণ

মোঃ মিনারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: নৃত্য-গীত ও আবৃত্তিতে ভাষা শহীদদের স্মরণের মধ্যে দিয়ে শেষ হলো বগুড়ায় অনুষ্ঠিত মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ১০ দিনের বই মেলা। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী বই মেলা পহেলা মার্চ শুক্রবার বই প্রেমীদের ভীড়ে মুখরিত হয়ে উঠে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান করলেও সমাপনী দিনে বগুড়ার প্রসিদ্ধ সংগঠন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মাতিয়ে রাখেন মেলা প্রাঙ্গণ। তবে বই মেলায় তওহীদ প্রকাশনের স্টলে মোহাম্মদ বায়েজীদ খান পন্নী রচিত ধর্ম ব্যবসার ফাঁদে ও রাকীব আল হাসানের পর্দা প্রথার গোড়ার কথা বই দুটি উল্লেখযোগ্য বিক্রি হয়েছে বলে জানান তওহীদ প্রকাশনের সমন্বয়কারী। শেষ দিন জুমার নামাজের পর থেকেই জমে উঠে মেলা প্রাঙ্গণ এমনটিই জানিয়েছেন বিভিন্ন প্রকাশনীর স্টলের দায়িত্বপ্রাপ্তরা। এদিকে তওহীদ প্রকাশনীর স্টলে মিলছে পাঠক চাহিদা সম্পন্ন নতুন কয়েকটি বই। এর মধ্যে রয়েছে ইয়াছমিন আক্তার ইলার ‘কলির ফাঁদে নারী’ ও ‘ভালোবাসার বিষন্ন সুখ’, ওবায়দুল হক বাদলের ‘আরেকটি বিশ্বযুদ্ধ’ ও ‘দোয়ার বন্যা ফিলিস্তিনের কান্না’ শিশু মনোবিজ্ঞান ডা.সুলতানা রাজিয়ার বিপ্যারেন্টস এছাড়াও তওহীদ প্রকাশনের তওহীদ জান্নাতের চাবি, মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর বাঘ-বন-বন্দুক, রিয়াদুল হাসানের যদি জাগে প্রাণসহ অনেক চমকপ্রদ বই। একই সাথে তওহীদ প্রকাশনের স্টল পরিদর্শন করেছেন বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সাহিত্য জিজ্ঞাসা বগুড়ার সভাপতি কবি প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংস্কৃতিক সংগঠন বিহঙ্গ আবৃত্তি পরিষদ, নৃত্য মন্দির পারফরমিং আর্টস একাডেমী ও বগুড়া ইয়ুথ কয়্যারের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়ে পড়ে শেষ মুহূর্তে উপস্থিত দর্শকদের মাঝে।