ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ

শংকর ঋষি শাল্লা(সুনামগঞ্জ প্রতিনিধি: সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এই স্লোগানটি সামনে রেখে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস সফল হোক ২০ /০২/ ২৪ মার্চ সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ আলাউদ্দীন সঞ্চালনায় উপজেলা নির্বাচন অফিসার শাহ মোহাম্মদ এনামুল কবির বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে ১২ ফেব্ররুয়ারী ২০২৪ খ্রি ১৭,০০,০০০,০২৬,৩২,০২২,২২ ৬০ নং স্মারক পএের আলোকে জাতীয় ভোটার দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় ভাবে উদযাপন লক্ষে শাল্লা উপজেলায় বিবিন মহা সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় সামন সেষ করা হয়এতে উপস্থিত ছিলেন শাল্লাউপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ সজীব হাওলাদার দাম পুর মাদ্রাসা সুপার মতিউর রহমান ঘুঙ্গিয়ার গাঁও মডেল প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত চৌধুরী প্রথমিক সহকারী শিক্ষকা সম্পা রানী তালুকদার সহকারী বিজীত দাশ বিশিষ্ট ব্যবসায়ী মনু মিয়া আরো এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ এই সময় উপস্থিত ছিলেন