ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

তানোরে ৩৫বোতল চোলাই মদসহ গ্রেফতার ২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৩:৪১ অপরাহ্ণ

Open photo

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহীর তানোরে দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গতকাল শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে কামারগাঁ ইউনিয়নের চৌবাড়িয়া বাজারের লালপুর থেকে ৩৫ বোতল চোলাই মদসহ ব্যবসায়ীকে গ্রেফতার করেন তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন,কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর গ্রামের লোকমান আলীর পুত্র আব্দুল মান্নান(৩৫) এবং গাড়ী চালক শ্রী রিপন কুমার(১৮) থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে দেশীয় চোলাই মদ সরবরাহ করে নিজ এলাকায় বিক্রি করে আসছিলো। গোপন সূত্রে কামারগাঁ ইউনিয়ন সুযোগ্য আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলামের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে ৩৫ বোতল চোলাই মদসহ গ্রেফতার করা হয় এবং গাড়ি চালক শ্রী রিপনকেউ গ্রেফতার করা হয়েছে । তানোর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদের ব্যবসা করে আসছিলো। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হবে।# সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান ০২মার্চ/২০২৪ইং ০১৭৬১-৮৯৯১১৯