
আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার: মির্জাপুর ছোট গবড়া মা, মুর (নতুন) জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।২৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং বৃহস্পতিবার বাদ আছর হইতে মসজিদ মাঠ সংলগ্ন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল গফুর এর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুজ্জামান ,এম বি এ হেড অফ অপারেশন (ই পিক গ্রুপ) ঢাকা ইপিজেড।ওয়াজ মাহফিলে উদ্বোধক ছিলেন জনাব মোঃ আবু সাঈদ মিয়া চেয়ারম্যান ৯ নং বহুরিয়া ইউনিয়ন পরিষদ ।এছাড়া প্রিয় অতিথি ছিলেন জনাব মোহাম্মদ এসএম আলমগীর হোসেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম।জনাব মোঃ শফিকুল ইসলাম এজিএম বিসমিল্লাহ গ্রুপ ।জনাব মোঃ কবির হোসেন ,জি এম পাল গার্মেন্টস ইপিক গ্রুপ । বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কাশেম সিদ্দিকী (খোকন) সাবেক চেয়ারম্যান ৯ বহুরিয়া ইউনিয়ন পরিষদ ।জনাব মোঃ গাজী গোলাম মোস্তফা ,(ফজল )বীর মুক্তিযোদ্ধা ,সাবেক সভাপতি ৯ নং বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ । এছাড়াও অত্র ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মোঃ আনোয়ার হোসেন ৯ নং ওয়ার্ড বহুরিয়া ইউনিয়ন পরিষদ।জনাব মোঃ মিজানুর রহমান সভাপতি মোঃ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখা । আমন্ত্রিত উপস্থিত অতিথিবৃন্দ ও এলাকার মুসল্লিগণ এ সময় উপস্থিত ছিলেন ।প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলা মোঃ আয়নাল হক ফিরোজী ,প্যারাডাইস পাড়া দরবার শরীফ টাঙ্গাইল ।দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন হাফেজ মাওলানা মুফতী আলমগীর হোসাইন আজিজী ,ময়মনসিংহ, পেশ ইমাম বাঁশতৈল কেন্দ্রীয় জামে মসজিদ, মির্জাপুর । মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহাব উদ্দিন ইমাম ও খতিব বায়তুল মামুর জামে মসজিদ ছোট গবড়া।মাহফিল সার্বিক সহযোগিতায় ছিলেন গবড়া গ্রামবাসী । সকল বক্তাগণ মুসলমানদের হেদায়েতের জন্য ইহকাল ও পরকালের জন্য কুরআন-হাদিস অনুযায়ী গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন । মাহফিল পরিচালনা কমিটি সভাপতি জনাব মোঃ আলাল উদ্দিন, সহকারী অধ্যাপক (ইংরেজি) খলিলুর রহমান ডিগ্রী কলেজ বাঁশতৈল মির্জাপুর ।তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও মসজিদের কাজের উন্নয়নের জন্য দেশ ও দেশের বাহিরের সকল পেশাজীবী মানুষের কাছে উন্নয়নের জন্য সাহায্যের সহযোগিতা আশা প্রকাশ করেন ।
আপনার মতামত লিখুন :