এ এস এম সাদেকুল ইসলাম
দুঃখ যদিও তোমার চলার নিত্য সাথী
অবিচল অনঢ় রাখো চিত্তে চেতনা
হিম্মত তোমার লক্ষ্য বাহন
মনোবল হলো দূর্জয় নিশানা।
জীবন হলো যুদ্ধ-দ্রোহ
স্বপ্ন আশা মায়া মোহ্
তারে ঘিরে ই থাকে কতো কান্না- হাসি বেদনা।
জীবন সাজাতে ছড়িয়ে পড়ো কঠোর পরিশ্রমে ২
হেলা অলস জেড়ে ফেলো সব
দূরন্ত পথের পানে কাম্যে
জীবন মানে যুদ্ধ জানো
জীবন মানেই সাধনা।
জীবন মানে স্বপ্ন বুনে
আশার পাথার ঘরে সেই স্বপ্ন পূরণ
আশা পূরণ করবে বলে মানুষ
হাজার লড়াই করে
কেউ বা পুরা কেউ বা থোরা
কারো আবার মঞ্জিল ঠিকানা।।
আপনার মতামত লিখুন :