ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকার দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ

কে.এম. হাছান: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষি করে। র‌্যালিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশ নেন

পরে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ানের সভাপতিত্বে পৌরসভার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর নাগরিকদের মাঝে স্মার্ট সেবার মান আরো বৃদ্ধির লক্ষে আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-১ ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান পরান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন গাজী, কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

এসময় পৌরসভার বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সূধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন।