ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
নেত্রকোনা প্রতিনিধি: ঘটনাটি ২৬ ফেব্রুয়ারি সন্ধা ৬.৩০ ঘটিকায় আসমা গ্রামে ঘটেছে। ফায়ারসার্ভিস কর্মীরা আসার আগেই গরু সহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ারসার্ভি এর কর্মীদের প্রচেষ্টায় আশপাশের বসত ঘর গুলো নিরাপদে রয়েছে। এমন আকস্মিক ঘটনায় ভুক্তভোগী শেখ হাবিবুর রহমান ৪৫ ও শেখ আতিকুর রহমান ৩৭ আবেগ আপ্লুত হয়ে গেছে। তাদের ধারণা পূর্ব শত্রুতার জেরে তাদের উপর এমন অমানবিক জুলুম হয়েছে। এলাকা বাসীর সংগে কথা বলে জানা যায় যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের সংগে দীর্ঘদিন ধরে জমি নিয়ে ঝামেলা গেলে আছে।এখনও এই ঝামেলায় আদালতে মামলা চলমান আছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন ঘটনার পর আমি সেখানে অবস্থিত ছিলাম। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত হচ্ছে। ঘটনার পিছনে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিক তাদের জন্য শুকনো খাবার ও কম্বল নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। ক্ষতি পূরণের জন্য জেলা প্রশাসক মহোদয় এঁর সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :