ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

গজল সম্রাট পঙ্কজ উদাস আর নাই

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৩ পূর্বাহ্ণ

উজ্জ্বল কুমার সরকারঃ দীর্ঘদিন অসুস্থতায় রোগে মারা গেলেন গজল সংগীতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস। আজ ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ সোমবার মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।ভারতীয় সংবাদমাধ্যম গায়কের পরিবারের সূত্রের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি জানিয়েছে। গায়কের মেয়ে নায়াব উদাস সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে নিশ্চিত করেছেন এ তথ্য। বলেছেন, খুবই ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, পদ্মশ্রী পঙ্কজ উদাস মারা গেছেন আজ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।পঙ্কজ উদাস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। নওগাঁ।