ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ফুলের বাগান পরিচর্যায় (ওসি) মোঃ আরিফুল আমিন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪১ অপরাহ্ণ

মোঃ সালাউদ্দিন:-খাগড়াছড়ির গুইমারা থানাজুড়ে এ যেন ফুলেদের হাসির ঝলক! নানা জাতের ফুলের সমাহার এখানে। বিভিন্ন জাতেরফুল মাথা উঁচু করে হেসে পৃথিবীকে শুভেচ্ছা জানাচ্ছে। আপন সৌন্দর্যে ফুলগুলো অধিকার করে নিচ্ছে আগত অতিথিদের ভালোবাসা। জুড়িয়ে দিচ্ছে তাদের ক্লান্ত হৃদয়। এমনই এক মনোমুগ্ধকর ফুলের বাগানের দেখা মিলবে খাগড়াছড়ির গুইমারা থানায়। গুইমারা থানার সকল সদস্য দের নিয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন তৈরি করেছেন এমনই এক ফুলের বাগান। তিনি বহু জায়গা ঘুরে নানা জাতের ফুলের গাছ সংগ্রহ করেছেন। গুইমারা থানা কম্পাউন্ডের সৌন্দর্য বর্ধনে গ্রীষ্মকালীন ফুল জারবেরা, ক্যালান্সু, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, রঙ্গন,গোলাপ এবং সাইকাসপাম সহ নানান জাতের ফুলের বাগান তৈরি করেছেন (ওসি) মোঃ আরিফুল আমিন। থানায় ফুলের বাগান, এবিষয়ে যানতে চাইলে ওসি মোঃ আরিফুল আমিন বলেন থানায় ঢোকতেই ফুল ও ফুলের বাগান দেখে সবাই মুগ্ধ হবেন। তিনি আরও বলেন, আমার এখানে অধিকাংশই আনকমন ফুল। এগুলো আমি বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করেছি,থানার সৌন্দর্যের জন্য। এখানে শুধু জৈবসার ও পানি ব্যবহার করা হয়েছে। বাগান তৈরির অনুপ্রেরণার বিষয়ে তিনি বলেন, ফুলের বাগান করতে আমার অনেক ভালো লাগে ফুল মানুষের মন ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে।