ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫
বিশেষ প্রতিনিধি,বান্দরবান: বান্দরবানের পাহাড়ে অঞ্চলগুলোতে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। আমের মুকুলের ঘ্রাণ বাতাসে বেড়ে বেড়াচ্ছে। মুকুলের সুমষ্টির সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মনও। সেই সাথে আম মুকুলের যেন প্রকৃতিকে সাজিয়েছে এক অপুরুপ সাজ। হলুদে আর সবুজে যেন এক মহামিলনে পরিণত হয়ে আছে। মৌমাছিরা দল বেঁধে গুনগুন শব্দে মনের আনন্দে ভিড়তে শুরু করেছে আম্র মুকুলে । গাছে গাছে আমের মুকুল দেখা যাওয়ায় চাষিরা অনেক খুশি। তারা ইতিমধ্যে বাগানের পরিচর্যা করতে ব্যস্ত। ফাল্গুনের শেষ মুহূর্তে শোভিত হচ্ছে বান্দরবানের পাহাড়ে অঞ্চলের আমবাগান গুলি। মুকুল আসার পর থেকে চাষিরা গাছের পরিচর্যা শুরু করেছেন। রোগবালায়ের আক্রমণ থেকে কিভাবে রক্ষা করতে হবে সে ব্যাপারে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষীরা প্রয়োজনীয় ওষুধ ও স্প্রে করছেন।।
আপনার মতামত লিখুন :