নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ নাহিদ (৩০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার দিনগত রাত ১১টায় বাঘা থানাধীন আলাইপুর (মহাজনপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ নাহিদ (৩০),সে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হরিপুর (উচাপুকুর) এলাকার মোঃ সাইদুল রহমানের ছেলে। র্যাব জানায়,শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়,বাঘা আলাইপুর (মহাজনপাড়া) এলাকার বেড়ি বাঁধের রাস্তার পাশে জনৈক ব্যক্তি মাদকদ্রব্য-সহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ২বস্তা ভর্তি ( ৫০২ বোতল) ভারতীয় ফেনসিডিল-সহ গ্রেফতার করা হয়। এ ব্যপারে তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে বাঘা থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :