ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

বীরগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শূভ উদ্ভোধন করেন আলহাজ্ব জাকারিয়া (জাকা) এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১২ অপরাহ্ণ

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর: শনিবার (24 ফেব্রুয়ারী ) দিনাজপুর জেলার বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শূভ উদ্ভোধন করেন আলহাজ্ব জাকারিয়া জাকা এমপি। এ সময় দিনাজপুর -01 আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা বলেন আমরা প্রত্যাশা করি আগামী দিনের যে চ্যালেন্জ একটি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সর্বাত্তকভাবে বড় ভুমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি। তিনি বলেন আমাদের হয়তো সবই আছে,আমাদের সম্পদ আছে শিক্ষা আছে, মেধা আছে কিন্তু আমাদের বড় অভাব আছে সততা ও নৈতিকতার। আমরা এ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ যে, যেই দায়িত্বে আছেন সকলেই নৈতিকতা ও সততার সাথে সে দায়িত্ব পালণ করলে আমাদের কাংখিত সোনার বাংলা আমরা অবশ্যই গড়তে সক্ষম হবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন (বাবুল), বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মকসুদা পারভীন।