ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলায় জলঢাকা উপজেলায় মীরগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য নামে অভিযোগ করেছেন, প্রতিবন্ধী এক পরিবার। বিভিন্ন জায়গায় বিচার দিয়ে প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার,তারা অসহায় গরিব হওয়ার জন্য নাকি বিচার পাচ্ছে না প্রতিবন্ধী শ্যামলী রানী ও তার পরিবার। এবং ৩৫ শতাংশ জায়গা চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করেন সৈ জমি পানি দিতে দিচ্ছেনা স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্য মোঃ গোলাম রব্বানী,ও তার ভাই সেলিম ওরফে (ঘিক) তাদের নির্দেশে নাকি চলে সেচ পাম মালিকরা। প্রতিবন্ধী শ্যামলী রানী জানায় আমি প্রতিবন্ধী দেখে, আমার পরিবার প্রতিবন্ধী দেখে আমাদের সাথে অমানবিক নির্যাতন করে আসতেছে স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্য গোলাম রব্বানী,ও তার ভাই সেলিম ওরফে (ঘিক)এবং শ্যামলী রানী সংবাদ কর্মীদের জানান যে আমাদের পরিবারে আমরা দুই বোন প্রতিবন্ধী রয়েছি এবং সরকারি ভাতা প্রাপ্ত। এবং আমরা প্রতিবন্ধী হয়ে কোথাও বিচার না পেয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিচার চাই।
আপনার মতামত লিখুন :