মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলী পাড়া গ্রামে সরেজমিনে গিয়ে ভাঙ্গা রাস্তা পরিদর্শন করেন পাবনা -৩ এর সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন। বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে তিনি সরেজমিন পরিদর্শনে যান দক্ষিণ সারুটিয়া টু পাটুলিপাড়া রাস্তায়। এর আগে রাস্তাটিতে একাধিকবার তিনি বরাদ্দ দিলেও প্রকৌশলীর সঠিক পরিকল্পনার অভাবে রাস্তাটি সংস্কার করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি । তাই তিনি এই রাস্তাতে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তাকে সঠিক পরিকল্পনা গ্রহণ করে টেকসই করে রাস্তাটি অতি দ্রুত নির্মাণের জন্য তিনি তাদের নির্দেশনা প্রদান করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মোছা: আফরোজা খাতুনসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :