ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
রোকন বিশ্বাস-পাবনা প্রতিনিধিঃ আমন্ত্রণ খেলাঘর আসর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ পাবনা-২০২৪ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে,আজ ২১-০২-২০২৪ ইং রোজ বুধবার,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবসে,
“আজকের খেলাঘর আগামী দিনের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে , আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে, পাবনা জেলায় পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ মাঠে আমন্ত্রণ খেলাঘর আসরের আত্মপ্রকাশ ঘটে।
সম্মেলনে শাম্মী আক্তার কে সভাপতি, ও আইনুল ইসলাম লোটাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য কমিটির অনুমোদন দেওয়া হয়,
যথাক্রমে ১১ সদস্যের কমিটিতে আছেন।
সহ.সভাপতি: হাসেম আলী খান,জান্নাতুল ফেরদৌস বৈশাখি,সম্পাদক: রাবেয়া বসরী
,সুলতানা পারভিন,ফাহিমা সুলতানা,কার্যনির্বাহি সদস্য:শফিক আল কামাল, রুবেল শেখ, তাজরিয়ান আজিজ আয়াত।
এছাড়া সসম্মেলনে উপস্থিত ছিলেন খেলাঘর পাবনা জেলা কমিটির সম্মানিত সভাপতি এস এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল জাহান, সম্পাদক মন্ডলী সদস্য পূণম প্রজ্ঞা।
সম্মেলনে সভাপতিত্ব করেন, অখিল চন্দ্র,প্রধান শিক্ষক পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ ।
সম্মেলন পরিচালনা করেন, খেলাঘর পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল জাহান।
আপনার মতামত লিখুন :